পিরোজপুরে যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন


পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর হত্যার নেপথ্যকারী ও হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনিদের ফাঁসির দাবীতে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন করেছেন পিরোজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।
মানববন্ধনে পিরোজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদুল্লাহ লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, জেলা কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক মেরাজ শরিফ, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সরিক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হাফিজা আক্তার খুশি, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রণ দাশ গুপ্ত, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দ্বীলিপ কুমার শীল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাার্থী গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না, তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র । কোন অন্যায়কারী যেন ছেড়ে দেওয়া না হয়। শুভর হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনা কারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নাসির এতো ক্ষমতা কই পায়? তাকে এতো ক্ষমতা কে দেয়? তার ক্ষমতার উৎস খুজে দেখতে হবে। নিষ্ঠুর এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলার জনগণ সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। আর নাসির মাওলানার ফাঁসি সহ তার গডফাদারদের দ্রুত কঠোর বিচারের আওতায় এনে কঠিন শাস্তির দাবী করেন বক্তারা।
এসএম
