ইন্দুরকানীতে বিএনপির বিভাগীয় সমাবেশের হ্যান্ডবিল বিতরণ


পিরোজপুরের ইন্দুরকানীতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে হ্যান্ডবিল বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার বিকালে ইন্দুরকানী উপজেলা সদরে বিএনপির বিভাগীয় সমাবেশের হ্যান্ডবিল বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুল ইসলাম কিসমত, যুগ্ম সম্পাদক গাজী ওহিদুজ্জামান লাভলু।
এ সময় ইন্দুরকানী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, ও শ্রমিদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ইন্দুরকানী বাজারের ব্যবসায়ীদের হাতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার দাবীতে বরিশাল বিভাগীয় সমাবেশের হ্যান্ডবিল তুলে দেন। পরে বেলতলা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, রাতের ভোটে নির্বাচিত দয়া মায়াহীন অবৈধ সরকারে কাছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশ চিকিৎসার দাবীতে ৩ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ।
সেই সমাবেশে আপনার অংশ গ্রহণ করবেন। তিনি বলেন, আমাদের দাবী না মানা হলে সরকারের পতনের এক দফা আন্দেলনের জন্য আপনারা প্রস্তুত থাকুন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদুল ইসলাম কিসমত, যুগ্ম সম্পাদক গাজী ওহিদুজ্জামান লাভলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার প্রমুখ।
এইচকেআর
