ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়া শাহাবুদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষার্থী বহিস্কার

ভান্ডারিয়া শাহাবুদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষার্থী বহিস্কার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

এইচ.এস.সি সমাপনী পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পিরোজপুরের ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন পরীক্ষায় অসদউপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম ।

এ পরীক্ষায় এ উপজেলায় দুটি কলেজ, দুটি মাদ্রাসা ও কারিগরিতে দুটি সহ মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ৫০নম্বর মার্কে অন্য সকল কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অসদউপায় অবলম্বন করায় ঐ পরীক্ষার্থীকে বহিস্কার করাসহ বহিরাগত কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র সচিব ঐ মাদ্রাসার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইনের সাথে অসৌজন্যমূলক তর্কের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঐ কেন্দ্রে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর প্রতিনিধি উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপারভাইজার মো.নজরুল ইসলামের সামনে। এসময় তিনি  প্রতিবাদ করাসহ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিক ভাবে অবহিত করেন বলে জানান তিনি।

এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর জানান, কেন্দ্রে বহিরাগত প্রবেশের কোন সুযোগই নাই। পরীক্ষা চলাকালীন সময়ে বিষয়টি জানতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া যেত। তবে অন্য পরীক্ষায় এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন