ভান্ডারিয়া শাহাবুদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষার্থী বহিস্কার


এইচ.এস.সি সমাপনী পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার পিরোজপুরের ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন পরীক্ষায় অসদউপায় অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম ।
এ পরীক্ষায় এ উপজেলায় দুটি কলেজ, দুটি মাদ্রাসা ও কারিগরিতে দুটি সহ মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ৫০নম্বর মার্কে অন্য সকল কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হলেও শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অসদউপায় অবলম্বন করায় ঐ পরীক্ষার্থীকে বহিস্কার করাসহ বহিরাগত কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র সচিব ঐ মাদ্রাসার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) উপাধ্যক্ষ মাওলানা মো. ফারুক হোসাইনের সাথে অসৌজন্যমূলক তর্কের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঐ কেন্দ্রে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর এর প্রতিনিধি উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপারভাইজার মো.নজরুল ইসলামের সামনে। এসময় তিনি প্রতিবাদ করাসহ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিক ভাবে অবহিত করেন বলে জানান তিনি।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর জানান, কেন্দ্রে বহিরাগত প্রবেশের কোন সুযোগই নাই। পরীক্ষা চলাকালীন সময়ে বিষয়টি জানতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া যেত। তবে অন্য পরীক্ষায় এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
