ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • এবার ভুবন গাইলেন 'কাঁচা বাদাম', নাচলেন বাংলাদেশি তরুণী

    এবার ভুবন গাইলেন 'কাঁচা বাদাম', নাচলেন বাংলাদেশি তরুণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভুবন বাদাম বিক্রি করেন, ভাজা বাদাম নয়, কাঁচা বাদাম। ভাজা বাদামের অপকারিতা আর কাঁচা বাদামের উপকারিতা নিয়ে একটি গান বেঁধেছেন তিনি। এই গানের কথা যুক্ত হয়েছে টাকা ছাড়াও কিসের বিনিময়ে বাদাম বিক্রি করেন, যেমন ভাঙা মোবাইল, সিটি গোল্ডের পুরনো জিনিস, মাথার চুল ইত্যাদি। গানের কথায় এসব আর অদ্ভুত সুর তরুণরা ইন্টারনেটে পাওয়া মাত্রই লুফে নেয়।

    বাংলাদেশের ইন্টারনেটে হুট করেই জনপ্রিয় হয়ে যাওয়া ভুবন বাদ্যকরকে নিয়ে তেমন আগ্রহ না থাকলেও তার গান নিয়ে টিকটক লাইকিতে তুমুল ঝড় ওঠে। অনেক সংগীতশিল্পী গানটিকে লুফে নিয়ে নতুন সংগীত আয়োজনে গাইতে শুরু করেন। র‍্যাপ যুক্ত গান তৈরি হয়ে যায় অসংখ্য।

    'ভারতে গিয়ে গায়ক বাদাম বিক্রেতাকে খুঁজে বের করলেন বাংলাদেশি তরুণ'- এমন শিরোনামে এক তরুণের ভুবন অনুসন্ধানের খবর হয়। এবার এক তরুণীর ভুবন বাদ্যকরের গানের সঙ্গে নাচের খবর জানা গেল। না, বিষয়টি এমন নয় যে গানটির সঙ্গে নেচে ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে।

    বাংলাদেশ থেকে বীরভূম গিয়েছেন ওই তরুণী। সেখানে ভুবন বাদ্যকর তার সেরা 'কাঁচা বাদাম' গাইলেন আর নাচলেন বাংলাদেশি তরুণী তৌহিদা অনয়।

    তৌহিদা অনয় গিয়েছিলেন কলকাতায়, সেখান থেকে বীরভূম গিয়েছিলেন। হাওড়া থেকে দুবরাজপুর ব্লকে ট্রেন থেকে নেমে লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ি গ্রামে পৌঁছেন। এরপর খুঁজে বের করেন, তারপর ভুবন বিখ্যাত গানটি গাইলেন আর নাচলেন তৌহিদা অনয়।

    তোহিদা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তিনি বলেন, 'আমরা যখন বীরভুম যাই, তখন বেশ সকাল; আমরা ক্লান্তই ছিলাম। কিন্তু সত্য কথা বলতে ভুবন বাদ্যকরের গানে এমন কিছু রয়েছে, যাতে শরীর আপনাতেই দুলে ওঠে। আমি যখন গানটি শুনছিলাম, আমার নাচতে ইচ্ছা হলো। ভুবন দাদা রাজি হলেন। তিনি গানটি গাইলেন আর আমি নাচলাম। ভাবিনি আমার সেই ভিডিও এভাবে ছড়িয়ে পড়বে।'

    তৌহিদা অনয়ের নাচের ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন এক কোটি ৪০ লাখ মানুষ।

    ভুবন বাদ্যকর ভাইরাল হয়ে যাওয়ায় তাঁর বাসায় ছুটে যান বিধায়ক অনুপ কুমার সাহা। বাদামওয়ালা ভুবনের এই গানের সুরের টানে ছুটে আসেন অনেকে। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তাঁর কাছে ক্রেতারা বাদামও কেনেন। শুধু টাকা দিয়ে নয়, পুরনো সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়েও বাদাম কেনা যায় তাঁর কাছ থেকে। দৈনিক আয় ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। এখন কিছুটা বেড়েছে।

    তবে ভুবন বাদ্যকরের জীবনযাপনে কোনো পরিবর্তন আসেনি, সারা বিশ্বের বাঙালিরা ভুবনকে চিনলেও, গান শুনলেও তাঁর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

    এক জীর্ণ পলিথিনে ছাওয়া মাটির ঘরে থাকেন ভুবন। পরিবারে রয়েছে স্ত্রী, দুই ছেলে। এক ছেলের বউ ও নিজের স্বামী পরিত্যক্ত বোন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ