ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

পিরোজপুরে ১০ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেককে পুরষ্কৃত করল রেড ক্রিসেন্ট

 পিরোজপুরে ১০ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেককে পুরষ্কৃত করল রেড ক্রিসেন্ট
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে জেলা ইউনিট পর্যায়ে ১০জন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে পুরষ্কৃত করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট।

রোববার সকালে জেলা ইউনিট কার্যালয়ে জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে ও কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠদের পুরষ্কৃত করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

জেলা ইউনিটের সেক্রেটারী এ্যাডভোকেট শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক এ. বি. এম. শামসুজ্জোহা, জেলা রেড ক্রিসেন্টর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এ রব্বানী ফিরোজ, নুরুল হুদা আলম, এম. এন. খালেদ রবি, রফিকুল ইসলাম সুমন, ফসিউল ইসলাম বাচ্চু, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ ও যুব প্রধান শুভদ্বীপ সিকদার শুভসহ আরো অনেকে।

এসময় পুরষ্কৃত ১০ শ্রেষ্ঠ যুবস্বেচ্ছাসেবক ও ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন