ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ
  • নতুন গানে আবারও ভাইরাল কাঁচা বাদামের গায়ক

    নতুন গানে আবারও ভাইরাল কাঁচা বাদামের গায়ক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জনপ্রিয় দুটি লাইন। ফেসবুক কিংবা ইউটিউব সবখানে এখন শোনা যাচ্ছে ভুবন বাদ্যকরের এই গান। সেই ভুবনের পাশে দাঁড়িয়েছেন আরেক ইউটিউবার স্যান্ডি সাহা। তার সামনে দ্বিতীয় গান গাইলেন ভুবন বাদ্যকর।

    কাঁচা বাদামের পর এবার আসছে ‘আমি বাদাম বেচে খাই।’ সামাজিক মাধ্যমে নিজের পেজে স্যান্ডি সাহা এই গানটি শেয়ার করেছেন। পাশাপাশি এর কপিরাইটের টাকা যাতে ভুবন বাদ্যকর পান, সেই আর্জিও জানিয়েছেন স্যান্ডি। এদিকে নতুন গান প্রকাশিত হওয়ার পর সেটিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।


    জীবিকার তাগিদে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। বিক্রি বাড়ানোর জন্য গান গাইতেন তিনি। তবে তার অজান্তেই নেট দুনিয়ায় তার গান ভাইরাল হয়। তবে বিশেষ কোনো সুবিধা পাননি তিনি। উল্টো এটা তার জীবনে তৈরি করছে বিভিন্ন জটিলতা। যা মোটেও চাননি ভুবন বাদ্যকর।

    শিল্পীর ছেলের দাবি, ভুবন বাদ্যকরের গান শুনেই সবাই চলে যাচ্ছেন। কেউ আর বাদাম কিনছেন না। এতে তার আয় বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে, গানের কপিরাইটও পাননি। তাই সংসার চালানোই এখন দায়।

    বাধ্য হয়ে বীরভূমের দুবরাজপুরের এই ফেরিওয়ালা পুলিশের দ্বারস্থ হন। দুবরাজপুর থানায় তিনি অভিযোগ করেছেন। তার দাবি, ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানটি অবলীলায় চুরি করছেন অনেকে। তারা সৌজন্য না দিয়ে গানটি চুরি করে লাখ লাখ টাকা আয় করছেন। তবে দ্বিতীয় গান নিয়ে যাতে আবারও বিড়ম্বনায় না পড়তে হয় তাকে সেটাই চান ভুবন বাদ্যকর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ