ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

Motobad news

টানা বৃষ্টিতে তালতলীর শুটকি পল্লীতে ব্যাপক ক্ষতি

টানা বৃষ্টিতে তালতলীর শুটকি পল্লীতে ব্যাপক ক্ষতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাগর তীরবর্তী এলাকা বরগুনার তালতলী শুঁটকি পল্লীতে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে নিশানবাড়ীয়া ও আশার চরের শুটকি। মৌসুমের শুরুতে ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার জেলে ও শুটকি ব্যবসায়ীরা।

জেলে ও ব্যবসায়ীরা বলেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিশানবাড়ীয়া ও আশার চরের ৫০ জন জেলেদের ৩০০ মাচায় মাছ শুকানোর মাঠ থেকে হাজার টন মাছ ভেসে গেছে নদীর পানিতে। এছাড়াও ঘরের মধ্যে মজুদ করা শুটকি বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

জানা যায়, নভেম্বর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত শুঁটকি উৎপাদন এর উপযুক্ত মৌসুম এ সময়ে পায়রা নদী ও সমুদ্র থেকে আহরণ করা হবে লাখ লাখ টন মৎস্য। অনেক স্থানে পুরোদমে শুরু হয়েছে শুঁটকি উৎপাদনের কাজ। শুঁটকির প্রধান উৎস হল সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির মৎস্য আহরণ করে রোদের তাপে শুকিয়ে শুঁটকিতে রূপান্তরিত করা।

সরেজমিন ঘুরে জেলেদের সাথে কথা বলে জানা যায়, বঙ্গোপসাগরের তীরবর্তী সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ শেষে তা রোদে শুকিয়ে শুটকি প্রক্রিয়া করেন জেলেরা। এই শুটকি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হয়। চরে প্রায় এক হাজার জেলে শুটকি কাজে জড়িত। বরগুনা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবছর শুটকি পল্লীতে ব্যবসায়ী ও জেলেরা আসেন জীবিকার তাগিদে।

আশার চরের শুঁটকি ব্যবসায়ী মো. কবির, হুমায়ুন ও সবুজ জানান,  বৃষ্টিতে চাতাল ও মাচার সব মাছ পচে গেছে। সাগরের অবস্থা খুবই খারাপ। ঝড়ো বাতাস হচ্ছে। চার দিন ধরে মাছ ধরাও বন্ধ রয়েছে। সাগরে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে চরের বেশির ভাগ জায়গা পানিতে ডুবে গেছে।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, টানা বৃষ্টিতে শুটকী পল্লীতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জেলেদের সাথে কথা বলে তালিকা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

 

 

শাহাদাৎ হোসেন /এইচকেআর

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন