ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আমাদের ভালো করার সুযোগ ছিল: মুমিনুল

আমাদের ভালো করার সুযোগ ছিল: মুমিনুল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা টেস্টের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোমাঞ্চ আর উত্তেজনা বাড়তে থাকে। সাকিব আল হাসানের কল্যাণে হাত থেকে ফসকে যাওয়া ম্যাচে প্রাণের সঞ্চার। তবে শেষ বিকেলে আক্ষেপই সঙ্গী হলো বাংলাদেশ দলের।

বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট করে ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানের জয় তুলে নিল পাকিস্তান।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল বলেন, প্রথম ইনিংসের থেকে আমাদের ভালো করার সুযোগ ছিল। আমরা সাকিব, লিটন ও মুশফিকের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো করতে পারিনি। প্রথমেই ২-৩ উইকেট হারানোর পর খেলায় ফেরা কঠিন উল্লেখ করে বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন, আমাদের ১, ২, ৩, ৪ নম্বরে অনেক কাজ করতে হবে। লিটন চট্টগ্রাম এবং ঢাকায় ভালো খেলেছে। তিনি (লিটন) পারফরম্যান্স  ধরে রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন