মুমিনুলের স্পিনে কাবু সেঞ্চুরিয়ন কনওয়ে

আজ থেকে শুরু হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড দল। ডেভন কনওয়েরে দুর্দান্ত শতকে ভালো অবস্থানেই রয়েছে তারা।
প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। হেনরি নিকোলস ২১ ও টম ব্লুনডেল ১ রানে ব্যাট করছেন। ১২২ রান করা কনওয়েকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশ দলপতি মুমিনুল হক।
এর আগে দলীয় ১ রানে লাথামকে (১) ফিরিয়েছিলেন শরিফুল ইসলাম। এরপর ১৩৮ রানের জুটি গড়েন উইল ইয়ং ও কনওয়ে। ৫২ রান করে রানআউট হয়ে সাজঘরে গেছেন ইয়ং। রস টেলরের ব্যাট থেকে আসে ৩১ রান।
বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম দুটি উইকেট নিয়েছেন। ৩ ওভার স্পিন বোলিং করে মাত্র ৫ রান দিয়ে কনওয়ের উইকেটটি নিয়েছেন মুমিনুল।
এমবি
