ঢাকা শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে নো কম্প্রোমাইজ : প্রধান বিচারপতি

 দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে নো কম্প্রোমাইজ : প্রধান বিচারপতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (২ জানুয়ারি) সকালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক সে আমার কর্মকর্তা-কর্মচারী হলেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। এর আগে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরের দিন বিকেল ৪টায় বঙ্গভবনে হাসান ফয়েজকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ