ঢাকা শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

বাবা-মায়ের সম্পত্তি দখল : ৩ প্রতিষ্ঠানকে তদন্তের নির্দেশ

বাবা-মায়ের সম্পত্তি দখল : ৩ প্রতিষ্ঠানকে তদন্তের নির্দেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 


রাজধানীর আগারগাঁওয়ে জালিয়াতি করে ভারসাম্যহীন বাবা-মায়ের শত কোটি টাকার সম্পত্তি ছেলেদের দখলের ঘটনা সিআইডি, দুদক ও বিএফআইইউকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন আদালত।

একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এনে বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মো. শাহজাহান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আদেশ প্রাপ্তির পর ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শুরু ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আদালত নির্দেশ দিয়েছেন।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে ওঠা অভিযোগ থেকে জানা যায়, সহোদর বোনদের বঞ্চিত করার জন্য জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাজধানীর পশ্চিম আগারগাঁও হোল্ডিংসের মিসেস আক্তার জাহান নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ও তার অসুস্থ স্বামীর প্রায় শতকোটি টাকা মূল্যমানের জায়গা জমি দখল করে আত্মসাৎ করেছেন তাদের ছেলেরা।

জানা যায়, ২০১৭ সালের ২৩ মার্চ মারাত্মক ব্রেন স্ট্রোকের শিকার হন আক্তার জাহান নামের ওই নারী। এরপর থেকে স্মৃতিশক্তি হারিয়ে তিনি এখন মানসিক ভারসাম্যহীন। তিনি নিজের স্বামী-সন্তান, স্বজনদের নাম-ধাম পর্যন্ত ঠিকভাবে বলতে পারেন না। এ পরিস্থিতিতে রাজধানীতে ভূমি রেজিস্ট্রেশন অফিসের কমিশন কর্মচারী, ভেন্ডার ও প্রতারকদের বেতনভুক্ত বেশকিছু স্টাফের সহায়তায় ১৬৪, পশ্চিম আগারগাঁও হোল্ডিংস এর মিসেস আক্তারজাহানের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেন তারই দুই ছেলে। এ ক্ষেত্রে কৌশলে বঞ্চিত করা হয় দুই মেয়েকে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ