তিন বছরের জন্য লখনৌর টাইটেল স্পন্সর চূড়ান্ত


এই বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম অংশ নেবে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। টিম গড়া নিয়ে অঙ্কের হিসেব কষার ফাঁকেই টাইটেল স্পনসর জোগাড় করে ফেলল নতুন এই দল। অনলাইন ফ্যান্টাসি ক্রিকেট সংস্থা মাই ইলেভেন সার্কেলকে নিজেদের টাইটেল স্পনসর করেছে তারা।
আইপিএল ২০২২-এর জন্য একেবারে জোর কদমে মাঠে নেমে পড়েছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দল গড়ার জন্য এরই মাঝে দৌড়াদৌড়ি শুরু করেছে তারা। এবার নিজেদের টাইটেল স্পন্সরও খুঁজে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগে অনলাইন ফ্যান্টাসি ক্রিকেট সংস্থা মাই ইলেভেন সার্কেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। লখনৌ-এর মালিক আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা।
তিন বছরের জন্য লখনৌ ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে মাই ইলেভেন সার্কেলের চুক্তি হয়েছে। ফলে লখনৌ-এর টিম জার্সিতে এই সংস্থার লোগো দেখা যাবে।
চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে আরপিএসজি স্পোর্টসের সিইও রঘু আইয়ার বলেছেন, ‘আমরা মাই ইলেভেন সার্কেলকে আমাদের দলের প্রধান স্পনসর হিসেবে পেয়ে আনন্দিত। ওরা আমাদের নতুন ফ্র্যাঞ্চাইজিতে যে আস্থা দেখিয়েছে, তার জন্য আমরা ওদের ধন্যবাদ জানাব।’
লখনৌ ফ্র্যাঞ্চাইজি হল আইপিএলের আসন্ন মৌসুমে নতুন দুই দলের মধ্যে একটি। আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছে।
এ ছাড়া সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে পরামর্শদাতা এবং বিজয় দাহিয়াকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এসএম
