ঢাকা শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

‘মামলা জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে’

‘মামলা জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মামলার জট না কমালে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৯ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মামলা জট কমানো বিচার বিভাগের জন্য চ্যালেঞ্জ। সরকার মামলার জট কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে। পৃথিবীর অন্য দেশে কিভাবে মামলার জট কমিয়ে এনেছে সেটির অভিজ্ঞতা নেয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জ যুক্ত হচ্ছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে। আজকে যদি মামলা জট না কমানো যায় তাহলে সেটা সারা জীবন বয়ে বেড়াতে হবে। মামলা জট না কমলে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে।

আইনমন্ত্রী বলেন, সাধারণ জনগণের প্রত্যাশিত বিচার পেতে বিচার বিভাগের সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সঠিক সময়ে জনগণের প্রত্যাশিত ন্যায়বিচার পেতেই সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বিচার বিভাগের কাছে জনগণের যে প্রত্যাশা সময়মতো বিচার পাওয়া ও ন্যায় বিচার পাওয়া সেটা আপনাদেরকে পূরণ করতে হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ