ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

 টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নিহত ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পৃথক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুজন নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকালে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় টঙ্গীর নতুন-বাজার গাজীবাড়ি এলাকায় ও রাত ১২টায় টঙ্গী রেল-ব্রিজ এলাকায় ওই দুটি ঘটনা ঘটে।

 

পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল। এ সময় রেলসড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান। তার বয়স আনুমানিক ৬৫ বছর। নিহতের পরনে প্রিন্টের শাড়ি ও খয়েরি রঙের ব্লাউজ ছিল।

তিনি আরও জানান, একই দিন রাত ১২টায় তুরাগ নদের ওপর টঙ্গী রেল-ব্রিজের পশ্চিম লাইনে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন