ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

Motobad news

সর্বনিম্ন ভোট পেয়ে রেকর্ড করল নৌকার দুই প্রার্থী

সর্বনিম্ন ভোট পেয়ে রেকর্ড করল নৌকার দুই প্রার্থী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সদরপুর উপজেলায় সরকার দলীয় মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় নির্বাচন করে মাত্র ৫৬ ভোট পেয়েছেন এক প্রার্থী। আরেক প্রার্থী পেয়েছেন ১০১ ভোট।

জানা গেছে, সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী মিরাজ বেপারী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ১০১ ভোট। নির্বাচিত চেয়ারম্যান রোকন উদ্দিন মোল্যা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৩৬ ভোট।


অন্যদিকে উপজেলার চরমানাইর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান মাতুব্বর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র ৫৬ ভোট পেয়েছেন। ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম চশমা মার্কায় ৩ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তবে ওই প্রার্থী ফরিদপুরে সর্বনিম্ন ভোট পেয়ে রেকর্ড করেছেন।

এ বিষয়ে মিরাজ বেপারী সাংবাদিকদের বলেন, পঞ্চম ধাপের নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছেন। এ কারণে ফলাফল এমন হয়েছে। এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন