নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান গ্রেপ্তার


নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আবু ইউসুফ।
প্রতারণা ও জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া।
মামলার অভিযোগে বলা হয়, আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের ৫০ কোটি টাকায় পাঁচ বিঘা জমি কেনার বায়নাপত্র করেন আসামি। কিন্তু তিনি ৩০ কোটি টাকা পরিশোধ করলেও বাকি ২০ কোটি টাকার জাল দলিল তৈরি করেন।
এমবি
