জামালপুরে এমপি মোজাফফর হোসেনের শীতবস্ত্র বিতরণ

জামালপুর সদরের ১৫টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে নিজ অর্থায়নে ৫ হাজার শীতবস্ত্র বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে এমপি শহরের খেজুরতলা নিজ বাসভবনে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন ।
এইচকেআর