ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

সোহাগ পল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা

 সোহাগ পল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় সোহাগ পল্লী রিসোর্টে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ৭ ধারা লঙ্ঘনে ও একই আইনের ১৯ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল হোসেন জানান, ওই রিসোর্টের জেলা প্রশাসকের নিবন্ধন ও লাইসেন্স ছিল না। তাই বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর ৭ ধারা লঙ্ঘন ও একই আইনের ১৯ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের এই ম্যাজিস্ট্রেট।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন