ঢাকা রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

Motobad news

একসঙ্গে ৩ ডোজ টিকা দেওয়া হলো স্কুলছাত্রকে!

একসঙ্গে ৩ ডোজ টিকা দেওয়া হলো স্কুলছাত্রকে!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর চাটখিলে ইয়াছিন হোসেন নামে এক স্কুলছাত্রকে একসঙ্গে তিন ডোজ করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে চাটখিল সরকারি হাসপাতালে টিকা নিতে গেলে এ ঘটনা ঘটে। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।

ইয়াছিন হোসেন স্থানীয় হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও গোবিন্দপুর গ্রামের সৌদী প্রবাসী ইব্রাহিম খলিলের ছেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাটখিল সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সহিদুল ইসলাম নয়ন জানান, অভিযুক্ত স্বাস্থ্য সহকারী দিদার হোসেনকে শোকজ করা হয়েছে। এছাড়া ডা. তিথি আজিজকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি ইয়াছিন হোসেন সুস্থ এবং স্বাভাবিক রয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন