কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুষ্টিয়ায় ৪৪ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বেলুন ও কবুতর উড়িয়ে এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় প্রধান মকবুল হোসেন লাবলু, জেলা আওয়ামী লীগের আমজাদ হোসেন রাজু, হাসু সরকার, এ্যাডঃ আক্তারুজ্জামান মাসুম, এ্যাডঃ অনুপ কুমার নন্দী, সাংবাদিক নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব সহ আওয়াামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে কুষ্টিয়া সদর চ্যাম্পিয়ন ও দৌলতপুর উপজেলা রানার্স আপ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পাশাপাশি পাঁচ জনকে আর্থিক চেক প্রদান এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এইচকেআর