ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বরিশালে খেলার জন্য রোমাঞ্চিত সাকিব

বরিশালে খেলার জন্য রোমাঞ্চিত সাকিব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন সাকিব আল হাসান।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, আমি খুবই রোমাঞ্চিত, এবার ফরচুন বরিশালের হয়ে খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের দলের পক্ষ থেকে যেন বরিশালবাসীকে এই বিপিএল ট্রফিটা দিতে পারি।

ড্রাফটের আগেই বরিশাল দলে নিয়েছে ক্রিস গেইল, মুজিব-উর-রহমানের মতো পরীক্ষিত টি-টোয়েন্টি তারকাদের। ড্রাফটের পর নিয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে।

বিপিএলে নিজের দল প্রসঙ্গে সাকিব বলেন, দল নিয়ে আমি খুবই খুশি। প্রতিটা বিভাগে গোছাল দল হয়েছে। আমাদের মাঠে ভালো পারফর্ম করতে হবে। সেটারই প্রস্তুতি নিচ্ছি।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন