ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

কুষ্টিয়ায় আব্বাস উল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

 কুষ্টিয়ায় আব্বাস উল্লাহ সিকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদার এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায়  মঙ্গলবার বাদ জোহর আনন্দ টিভি পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসির কাঙ্গাল হরিনাথ মিলনায়তন হলরুমে এক বিশেষ দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক ঢাকার ডাক ও কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, দৈনিক নবচেতনা ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, দৌলতপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি এর তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম রেজা বাচ্চু। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী বক্তা হাফেজ মাওলানা  সাইফ আল আজাদ।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন