ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে একটি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে শহরের পার্ক চত্বরে এ শিশু পার্কের উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে আনুষ্ঠানিক ভাবে এ পার্কের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশী । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলাপ্রশাসক সার্বিক মামুন ভূইঞা । গেস্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা ও এমএসটি এন্টারপ্রাইজ প্রতিনিধি যমুনা রাণী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী আগরওয়ালা, জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার,দেবাশীষ দত্ত সমীর, মারুফ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী,সহ জেলা পরিষদের সদস্য, পৌরসভার কাউন্সিলরগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে এ পার্কের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী ।
উল্লেখ্য, জেলা পরিষদ শিশু পার্কটি ঠাকুরগাঁও জেলা শহরের দ্বিতীয় বৃহত্তম শিশুপার্ক হিসেবে উদ্বোধন করা হলো । এর আগে পৌর শহরের সত্যপীর ব্রিজ এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সর্ববৃহৎ সরকারি পার্ক 'ডিসি পার্ক' এর উদ্বোধন করা হয়।
এমবি