ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়

শীতের পোশাক কিনতে ক্রেতাদের ভিড়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখানে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জেঁকে বসেছে শীত। রাতভর বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হিমালয় পর্বত পার্শ্ববর্তী হওয়ার ফলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমতে শুরু করছে। তীব্র শীতের ফলে সব চেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী)  বিকালে তীব্র শীতের মধ্যে উপজেলার তেঁতুলিয়া বাজারসহ বিভিন্ন হাট বাজারে গরম  কাপড় বিক্রি করতে দেখা যায়। এবং ছন্দে ছন্দে সুরে গানে ফুটপাতে বিক্রি হচ্ছে শীতবস্ত্র। রাস্তার পাশে ফুটপাতের দোকান গুলোতে শিশু , মধ্য বয়সি, বৃদ্ধসহ সব বয়সি মানুষ গরম কাপড় কিনতে ভীড় করতে দেখা যায়।

তাদের নিজের পছন্দমত পোশাক কিনছেন। এই দোকান গুলোতে ৩০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত পোশাক পাওয়া যায়। পোশাক কিনতে আসা উপজেলার উত্তর বালা বাড়ি গ্রামের মিজান নামের এক যুবক বলেন, অতিমাত্রায় শীত হওয়ায় গরম কাপড় কিনতে এসেছি। নাম বলতে অনিচ্ছুক আরো কয়েকজন ক্রেতা বলেন, এই ফুটপাতে ভালো মানের কম দামে কাপড় পাওয়া যায় তাই আমরা কিনতে এসেছি। পোশাক বিক্রেতারা বলেন, গত বছরের তুলনায় এবার ক্রেতা কম।

মো: আল আমিন/পঞ্চগড়

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন