ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদারীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শমশের আলীকে (৫০) কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শহীদ সাঈদ সড়কের টিএন্ডটি’র মোড়ে এ ঘটনা ঘটে। আহত শমশের জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখায় কর্মরত ও কালকিনি উপজেলার এনায়েতনগরের মৃত মো. ইমতিয়াজ আলীর ছেলে। তিনি শহরের তরমুগরিয়া এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে তিনি শহরের বাসার উদ্দেশে আসেন। বাসার সামনে আসলে ৪ থেকে ৫ জন যুবক তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। শমশেরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন