ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

ফেসবুকে ব্ল্যাকমেইলে পাঁচ বছর জেল, পাঁচ লাখ টাকা জরিমানা

ফেসবুকে ব্ল্যাকমেইলে পাঁচ বছর জেল, পাঁচ লাখ টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে প্রবাসী নারীকে ব্ল্যাকমেইল করার অপরাধে এক ব্যক্তিকে আলাদা দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। ওই আসামিকে আলাদা দুটি ধারায় পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত এই আসামির নাম এসএম হুমায়ুন কবীর রকি (৩০)। তার বাড়ি ঢাকা জেলায়। ২০১৮ সালের ৯ নভেম্বর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ৫৭ বছর বয়সী বগুড়ার এক নারী বাদী হয়ে ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ও জামাতা ওমানে থাকেন। আসামি হুমায়ুনের সঙ্গে তার মেয়ের ফেসবুকে বন্ধুত্ব হয়। সেই সুবাদে হুমায়ুন কৌশলে তার মেয়ের কিছু ছবি নেন। এরপর সেসব ছবি সুপার ইম্পোজ করে ফেসবুকে প্রচার করার হুমকি দিয়ে টাকা দাবি করেন।  একবার ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা নেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন হুমায়ুন। বাধ্য হয়ে ভুক্তভোগী মা থানায় মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আদালত আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড। ওই আইনের আরেকটি ধারায় আদালত তাঁকে দুবছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই অর্থ না দিলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন