ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

স্কুলপড়ুয়া দুই চাচাতো ভাইয়ের প্রাণ গেল সড়কে

স্কুলপড়ুয়া দুই চাচাতো ভাইয়ের প্রাণ গেল সড়কে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদারীপুর সদর উপজেলার ধুরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই। নিহতরা হলো সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষাড় গ্রামের লোকমান ফরাজী ছেলে নাইম ফরাজী (১৪)।

সে জালালপুর আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। অপরজন নিহতের চাচাতো ভাই জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৫)। সে একই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ধুরাইল ইউনিয়নের জালালপুর আইডিয়াল হাই স্কুলের মাঠে নাঈম ও জনি ব্যাডমিন্টন খেলছি। খেলার এক ফাঁকে রাত সাড়ে ৯টার দিকে এক বন্ধুকে তারা মোটরসাইকেলে করে বাড়ি পৌঁছে দিতে যায়। পরে ফেরার পথে আড়িয়াল খাঁ নদের ব্রিজের গোড়ার দিকে ভাঙা রাস্তার পাশের পিলারের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়।

পরে ওই রাস্তা দিয়ে একটি প্রাইভেট যাওয়ার সময় যাত্রীরা রাস্তার পাশে তাদের পড়ে থাকতে দেখে। পরে তারা লোকজনকে খবর দেন। তারা  নাঈম ও জনিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় জনিকে ফরিদপুরের শেখ মুজিব মেডিকেল হাসপাতাল ও কলেজে পাঠানো হয়। পরে রাতেই জনি ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ধুরাইলে রাতে মটরসাইকেল দুর্টনায় একজন সদর হাসপাতালে আনার পথে মারা গেছে। পরে আরেকজন ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুজনেই স্কুল ছাত্র ছিল।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন