জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা রোমাঞ্চকর হয়ে ওঠে।
তবে কোন দলই তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের সুযোগ পেলেও নির্ধারিত সময় গোলের দেখা পায়নি। ইনজুরি টাইমের শেষ মিনিটে কাভানির পাসে কাছ থেকে বল পেয়ে জালে পাঠান র্যাশফোর্ডে।
২২ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।
এইচকেআর