ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন হক ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টায় বাঘর এলাকা থেকে প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করে পুলিশ। আমির হোসেন বাবু রূপগঞ্জ ইছাপুরা কুমারটেক এলাকার ইয়ার উদ্দিন ছেলে।

শনিবার বাণিজ্য মেলা থেকে ঢাকায় ফেরার পথে কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের সাংবাদিক আল আমিন সন্ত্রাসী হামলার শিকার হন।

এ ঘটনায় আল আমিন হক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, মামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন