ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

মহিপুরে পেটের ভিতর থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার, আটক ১

মহিপুরে পেটের ভিতর থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার, আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুয়াকাটা মহিপুরে থানা পুলিশের অভিযানে  পেটের ভিতর থেকে ১৫০ পিচ  ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের ইউসুফপুর গ্রামের খালেক চৌকিদারের ছেলে মাদক ব্যবসায়ী হানিফ চৌকিদার (৩৫) কে  আটক করা হয়।

পুলিশসূত্রে জানা যায় আটককৃত হানিফ চৌকিদার দীর্ঘদিন ধরে কক্সবাজার থাকে।  কিছুদিনের জন্য সে তার গ্রামের বাড়ি মহিপুরের ইউসুফপুরে  বেড়াতে এসেছে  এবং সাথে করে মদকের চালান নিয়ে এসেছে এমন সংবাদের ভিত্তিতে হানিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এক পর্যায়ে সে তার পেটের ভিতরে মাদক আছে তা পুলিশের কাছে শিকার করে। পরে তাকে মল ত্যাগ করিয়ে ৩ টি পোটলায় ১৫০ পিচ ইয়াবা  উদ্ধার করা হয় 

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃআবুল খায়ের বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। 
 


পিএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন