ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

শিবপুরে কাশ্মীরি কুল চাষে সফলতা

শিবপুরে কাশ্মীরি কুল চাষে সফলতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদী : কুল বাগান করে সফলতা পেয়েছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পূর্বেরগাও গ্রামের লোকমান খান ও শহীদ মৃধা। 

তাঁরা পেশায় গাড়ী চালক। শারীরিক সমস্যার কারনে লোকমান এখন আর গাড়ি চালাতে পারছেন না। শহীদ মৃধা ফায়ার সার্ভিসের গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন। তারা দুজনে ভাড়া নিয়ে একশ শতাংশ জমিতে গড়ে তুলেছেন কাশ্মিরি আপেল কুলের বাগান। পুরো বাগান জুড়েই লাল-সবুজের সমারহ। লাভের আশায় তাদের  মুখে দেখা দিয়েছে হাসিক ঝিলিক। লোকমান একই গ্রামের মৃত এবারত খানের ছেলে ও শহীদ মৃধা মৃত হালিম মৃধার ছেলে।

১শ শতাংশ জমিতে ৬শ টি কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী কুলসহ ১০ জাতের চারা রোপন করেন গতবছর  বৈশাখ মাসের প্রথম সপ্তাহে। চারা রোপনের প্রথম বছরেই ফুল আসে প্রতিটি গাছে। বর্তমানে বাগানের প্রতিটি গাছে আপেল কুল ঝুলছে। কুলের গায়ে রং আসতে শুরু হরেছে। দৃষ্টিনন্দন হয়ে উঠেছে পুরো বাগানটি। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন কাশ্মীরি আপেল কুল বাগান দেখতে আসছে। 

কাশ্মীরি আপেল কুল চাষি লোকমান বলেন, আমি পেশায় একজন ড্রাইভার দীর্ঘদিন গাড়ি চালিয়েছি। এখন শাররীক সমস্যার করনে গাড়ি চালাতে পারছি না তাই দুই জনে মিলে জমি ভাড়া নিয়ে কাশ্মীরি আপেল কুলের বাগান করার করি। 

আমাদের এ পর্যন্ত খরচ হবে প্রায় ২ লাখ টাকা। বাগানে ফলন খুবই ভাল হয়েছে। সামনে কোন প্রাকৃতিক দুর্যোগ না আসলে, আশা করছি ৫ লাখ থেকে ৬লাখ টাকা কুল বিক্রয় করতে পারব। রৌদ্রজ্জ্বল, উচুঁ জমিতে কুল বাগান ভালো হয়। যে বাগানে যত বেশি রোদের আলো লাগবে সেই জমির কুল বেশি মিষ্টি হবে। ৫-৬ হাত দুরত্ব গাছের চারা রোপণ করতে হয়। তুলানামূলক রোগ-বালাইও কম।

শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক জানান, উপজেলায় ১৪ বিঘা জামিতে কাশ্মীরি আপেল কুল, বল সুন্দরী কুল, বাউকুলসহ বিভিন্ন জাতের বাগান রয়েছে। বাগান পরিদশর্ন করে পরামর্শ দেওয়া হয়।

 


বোরহান মেহেদী/এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন