ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের পাশে শীতবস্ত্র নিয়ে জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের পাশে শীতবস্ত্র নিয়ে জেলা প্রশাসক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

হিমালয়ের পার্শ্ববর্তী জেলা হওয়ার শীতের প্রকোপটা বেশীই থাকে ঠাকুরগাঁওয়ে। তীব্র শীতে এতিম, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

সোমবার রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামিয়া আরাবিয়া নূরে মাদীনা ক¦াওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এ প্রায় ৫০ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান। এর আগে তিনি আরো ১১ টি মাদরাসার ৭শত শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

এসময় কম্বল পেয়ে মাদরাসার শিশুরা প্রধানমন্ত্রীর সুস্থততা কামনা করে মোনাজাত করেন ও সুস্থতা কামনায় মিলাদ পড়েন।

মাদরাসার মুহতামিম ক্বারী আব্দুল মোমীন বলেন, আমাদের মাদরাসায় যারা পড়াশোনা করে তারা সকলে এতিম। আমরা চেষ্টা করছি তাদের সকল চাহিদা পূরণ করে ইসলামী শিক্ষা দেওয়ার। শীত অনেক বেশী আর ওদের সব সময় অজু অবস্থায় থাকতে হয়। ইউএনও মহোদয় আজকে সহযোগীতা করলেন ইনশাআল্লাহ আমাদের ছেলেদের কিছুটা হলেও ঠান্ডাটা লাঘব হবে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় আজকে মাদরাসার এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হল।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন