ঢাকা সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Motobad news

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগানসহ ফরহাদ হোসেন ওরফে শাওন (২২) নামে একজনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৫ জানুয়ারী) মধ্য রাতে  এই অভিযান পরিচালনা করা হয়।  র‍্যাব সুত্রে জানা যায়, কুষ্টিয়া র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড লিডার ইলিয়াস  খানের নেতৃত্ব র‍্যাবের বিশেষ একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বাড়াদী উত্তরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া শহরের চৌড়হাস (ফুলতলা) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফরহাদ হােসেন ওরফে শাওনকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান সহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত  আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং  আসামীকে কুষ্টিয়া  সদর থানায় সােপর্দ করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, এই ধরণের অভিযান অব্যাহত রেখে অস্ত্র ও মাদকমুক্ত সােনার বাংলা গঠনে র‍্যাব বদ্ধপরিকর।

 

 হাবিবুর রহমান/ কুষ্টিয়া

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন