ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

জবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

 জবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মঙ্গলবার  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রতীকী অনশন পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

দুপুর ১২ টা থেকে ০১ টা পর্যন্ত এক ঘন্টা, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়টির কতিপয় সাধারণ শিক্ষার্থী। এসময় তাদের হাতে প্রতীকী অনশন ও ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি সম্বলিত পোস্টার ছিল।

শাবিপ্রবির শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে তারা বলেন যে শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন যুক্তিযুক্ত। উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত পদত্যাগ করা।সেই সাথে, পদত্যাগ না করা পর্যন্ত শাবিপ্রবির শিক্ষার্থীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারী শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত ঘটে। এরপর, আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর  হামলাকে কেন্দ্র করে আন্দোলনটি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ আন্দোলনে রুপ নেয়। আন্দোলনকে বেগবান করতে ২৪ জন শিক্ষার্থী অনশনে নামেন যা এখনও চলমান।

 

যারিন তাসনিম/ জবি


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন