দর্শনায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গার দর্শনায় ৯৫ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল হক নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার সময় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফুল হক (৪০) দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের একটি দল সোমবার বিকালে দর্শনা পৌর এলাকায় অভিযান চালায়। এসময় দর্শনা থানাধীন রামনগর এলাকায় মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে খেলার মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি আশরাফুল হককে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, ২টি সীমকার্ড ও নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এম.এ.আর.নয়ন/চুয়াডাঙ্গা
এইচকেআর