ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

কোম্পানীগঞ্জে হত্যা মামলায় চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

কোম্পানীগঞ্জে হত্যা মামলায় চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী মো.মাইন উদ্দিন ইকবালকে (৪৪)  গ্রেফতার করেছে পুলিশ।

সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সে একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গাংচিল গ্রামের মোবাশ্বেরের ছেলে।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এর আগে  মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,ওই চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি। ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতারের করা হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন