ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

ভারতের উপহার পেল মোংলা পোর্ট পৌরসভা

ভারতের উপহার পেল মোংলা পোর্ট পৌরসভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের দেওয়া উপহারের অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেলো মোংলা পোর্ট পৌরসভা। কয়েকদিনের মধ্যে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান।

তিনি বলেন, 'মোংলাবাসীর স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে এ অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স থাকলেও এটি বেশিরভাগ সময় নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি দ্বারা সজ্জিত অ্যাম্বুলেন্সটির কারণে দূর দূরান্তের রোগীদের আর ভোগান্তিতে পড়তে হবে না।’

মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান আরও বলেন, আমি সব সময় সাধারণ মানুষের পাশে থেকেছি। পৌরবাসীরা যেন ভাল থাকে সেই চেষ্টা করেছি। লাইফ সাপোর্ট সম্বলিত এই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জামের সমন্বয়ে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। ভারত সরকারের দেয়া এই অ্যাম্বুলেন্সটি পৌরবাসীর জন্য সব সময় উন্মুক্ত থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন