বানিয়াচং পুলিশের অভিযানে চার আসামি গ্রেফতার

হবিগঞ্জ বানিয়াচং থানার বিশেষ অভিযানে মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় থানায় কর্মরত এসআই রাকিব হোসেন,এসআই সঞ্জয় সিকদার, এসআই দুলাল মিয়া, এএসআই তোহার সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মোবারক মিয়া,আব্দুর রশিদ,রিপন মিয়া,আবদুল্লাহ মিয়া।তাঁরা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জাতীয় দৈনিক মতবাদ পত্রিকাকে জানান,গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। এলাকায় চুরি, ডাকাতি,ছিনতাই, মারামারি,জোয়া, দাঙ্গা, প্রতিরোধে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।
এইচকেআর