ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

বিয়ে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

বিয়ে না দেওয়ায় যুবকের আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিয়ে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে মাহফুজ মিয়া (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সম্ভুপুর এলাকার একটি গাছ থেকে ওই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজ উপজেলার মধ্যেরচর গ্রামের ইকবাল মিয়ার ছেলে। তবে তিনি পরিবারের সঙ্গে সম্ভুপুর ভাড়া বাসায় থাকতেন। নিহত যুবক নির্মাণশ্রমিক ছিলেন।

নিহতের বাবা ইকবাল মিয়া জানান, সকালে ছেলে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর খবর পাই, সে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বিয়ে না করানোর কারণে অভিমান করে আত্মহত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিয়ের জন্য বউ খুঁজছিলাম। বললেই তো বউ পাওয়া যায় না।

ভৈরব থানার উপপরিদর্শক বাপ্পি জানান, বেলা ১১টায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাই। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন