জীবননগরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিলন বিশ্বাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) সকাল পৌনে নয়টার সময় এক হাজার ৫৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত মিলন বিশ্বাস (৩২) ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মুছা বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানার এসআই ভবতোষ রায় ও এএসআই ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার সকালে জীবননগর পৌরসভার প্রবেশ পথের সম্মুখে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মিলন বিশ্বাসকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় এক হাজার ৫৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। জীবননগর থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এইচকেআর