সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া ব্রিজের নিচে তিস্তা শাখা নদীর পানিতে পড়ে ডুবে গিয়ে জোবায়ারা আক্তার জিম (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জিম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের জাকারিয়া রহমানের কন্যা। জানা গেছে, নদীর পাড়ে শিশুকে রেখে কাপড় কাঁচার জন্য মা নদীতে গেলে, শিশু জিম হামাগুড়ি দিয়ে মার অজান্তে নদীর পানিতে পড়ে যায়। নদীর পাড়ে গোসল করতে আসা স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
এইচকেআর