ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

নরসিংদীতে দুই মুক্তিযোদ্ধা পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার "বীর নিবাস‍‍"

নরসিংদীতে দুই মুক্তিযোদ্ধা পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মহর আলী ও পরিমল সূত্র ধর 'বীর নিবাস' নামে পাকা ঘর পাচ্ছেন। সরকার কর্তৃক এ বীর নিবাসের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর এলাকায়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বীর মুক্তিযোদ্ধাদের পাকা ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।

নির্মাণ কাজ পরিদর্শন শেষে পলাশ উপজেলা চেয়ারম্যানের সৈয়দ জাবেদ হোসেন জানান, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। যা অতীতে কোন সরকারই করেনি। এরি ধারাবাহিকতায় মুজিববর্ষ উপলক্ষে পলাশে ওই দুই বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত হচ্ছে এই পাঁকা ঘর। আশা রাখি দ্রুত সময়ের মধ্যে ওই ঘরের নির্মাণ কাজ শেষে তাদের মাঝে হস্তান্তর করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন