ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

চুল বড় রাখতে চাইলেন বাবা, পিটিয়ে মারলো ছেলে

চুল বড় রাখতে চাইলেন বাবা, পিটিয়ে মারলো ছেলে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর শিবপুরের জোহর আলী ভূঁইয়া (৮৬) তার মাথার চুল বড় রাখতে চাইছিলেন। এ নিয়ে তার বাবা ও নাতির সাথে বাকবিতণ্ডা হয়। পরে ছেলে ও নাতি মিলে বৃদ্ধকে পিটিয়ে আহত করে।

এরপরই তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বৃদ্ধ জোহর আলী ভূঁইয়া শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বেতাগিয়া গ্রামের বাসিন্দা। গত ১৬ জানুয়ারি দুপুরে নিজ বাড়িতে তাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে অভিযুক্ত ছেলে জসিম উদ্দিন ভূঁইয়া (৫০) ও নাতি নাহিদ ভূঁইয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোহর আলী ভূঁইয়া তার চুল বড় রাখতে চাইছিলেন। চুল বড় রাখা নিয়ে গত ১৬ জানুয়ারি দুপুরে নাতি নাহিদ ভূঁইয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নাহিদ তার বাবা জসিম উদ্দীন ভূঁইয়াকে ডেকে আনে। এ সময় উত্তেজিত অবস্থায় বৃদ্ধ দাদাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করে নাহিদ। একই সময়ে ছেলে জসিম উদ্দীন ভূঁইয়াও পাশেই থাকা কোদালের হাতল দিয়ে তার বাবার তলপেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আহত অবস্থায় ওই বৃদ্ধকে পার্শ্ববর্তী বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বিকেলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে সন্ধ্যা ৭টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার বলেন, বয়স্ক একজন ব্যক্তিকে তার ছেলে ও নাতি পিটিয়েছিল। সন্ধ্যায় তার মৃত্যুর খবর শুনেছি। ওই খবর পাওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে।

যোগাযোগ করা হলে ২৮ জানুয়ারি শুক্রবার শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : সালাহ উদ্দিন জানান, এই ঘটনায় নিহতের নাতি ও ছেলেকে আসামি করে একটি মামলা করেছেন নিহতের মেয়ে নূরজাহান বেগম। এই ঘটনায় একজন আটক আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বোরহান মেহেদী/নরসিংদী


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন