চাঁপাইনবাবগঞ্জে গৃহবধুর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। নিহত গৃহবধু মানজুরা (২০) আক্কেলপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের রবিউল স্ত্রী মান্জুরা দোতলা ঘরের তীরের সাথে ওরনা দিয়ে গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনা পৌছে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এইচকেআর