ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সালাউদ্দীন আহমেদ (২৮) নিহত হয়েছ। নিহত সালাউদ্দীন ও গুরতর আহত চালক রাব্বির বাড়ি আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে।

শুক্রবার বিকেলে উপজেলার ভাটপাড়া নতুন বাজারে দ্রুতগামী  পিক-আপ, ডিম বোঝাই অটোভ্যানকে ওভারটেক করতে গেলে  সংঘর্ষে  পিছনে থাকা মোটরসাইকেল ছিটকে পড়ে। স্থানীয় জনগনের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে জরুরী বিভাগে কর্মরত ডা. আমির হামজা একজনকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক উত্তম কুমার বলেন, ঘাতক পিক-আপ ধরার চেষ্টা চলছে এবং ক্ষতিগ্রস্থ অটোভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কেউ লিখিত অভিযোগ করতে থানায় আসেনি।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন