ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর মিলল বৃদ্ধার লাশ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর মিলল বৃদ্ধার লাশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের ৭ দিন পর হুরতন নেশা (৬৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারী) সন্ধায় উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরার সিমলতলায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধা জেলার নাচোল উপজেলার হাট বাকইল এলাকার দোগাছি মহল্লার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন।

ওসি জানান, হুরতন বিবি ভিক্ষা করতেন। গত ২০ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে ওই বৃদ্ধার পরিবার বিভিন্ন ভাবে তার খোঁজ নেয়ার চেষ্টা করেছে। নিখোঁজের ৭ দিন পর শুক্রবার সন্ধায় মাদুরের সাথে বাশ দিয়ে পাচানো অবস্থায়  বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন