ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

Motobad news

সদস্য পদের প্রার্থী হলেন নারী ভিক্ষুক

সদস্য পদের প্রার্থী হলেন নারী ভিক্ষুক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অভাবের তাড়নায় মানুষজনের দ্বারে দ্বারে হাত পাতেন নাসিদা বেগম। বারবার চেয়ারম্যান-মেম্বারদের কাছে গিয়েও কোনো প্রকার সরকারি সহযোগিতা পাননি তিনি। তাই এক প্রকার ক্ষোভের বসে নিজেই সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন নাসিদা বেগম নামের এক ভিক্ষুক।

শনিবার এমন চিত্রই দেখা গেছে, ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউপি নির্বাচনে।

ইউনিয়নটিতে  ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে সংরক্ষিত নারী সদস্য পদে তালগাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাসিদা বেগম।

স্থানীয় বাসিন্দা জামাল, রহিম ও ছালাউদ্দিনসহ কয়েকজন জানান, মানুষের কাছে চেয়ে যা সাহায্য পান, তা দিয়েই নাসিদা বেগমের সংসার চলে। এবার তিনি নির্বাচনে প্রার্থী হয়েছে। এলাকার লোকজন নিজেরাই খরচ দিয়ে তার প্রচার-প্রচারণা চালাচ্ছে।

জানা গেছে, প্রায় বিশ বছর আগে নাসিদা বেগমের স্বামী ফজলু খাঁ মৃত্যুবরণ করেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে আলমগীর স্থানীয় নাজিরপুর বাজারে ভাঙারির ব্যবসা করেন, ওপরজন জাহাঙ্গীর ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দুই মেয়ে রেশমা ও আকতারী ঢাকায় বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

নাসিদা বেগম বলেন, এর আগে স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছে গিয়েও কোনোও সাহায্য-সহযোগিতা পাননি। তাই নিজেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। সাধারণ মানুষের কাছ থেকে ভিক্ষা করে নির্বাচনের খরচ জোগাচ্ছেন। প্রচার-প্রচারণায় ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। তাই সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। আর জয়ী হলে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার আশ্বাসও দিচ্ছেন নাসিদা বেগম।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন