ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কুয়াকাটায় ৬ মন জাটকাসহ দুই লক্ষ মিটার জাল জব্দ

কুয়াকাটায় ৬ মন জাটকাসহ দুই লক্ষ মিটার জাল জব্দ
জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেল‍া হয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটায় ৬ মন জাটকা ইলিশসহ দুই লক্ষ মিটার কারেন্ট জাল ও ৪ টি বের জাল জব্দ করেছে নৌ-পুলিশ। শুক্রবার রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কোন অসাধু জেলেকে আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার রাতেই কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয়। জব্দকৃত জাল নৌ-পুলিশ ফাঁড়ির সম্মুক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ হভছযভফষলপষা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন