ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

স্থিতিবস্থা থাকা জমিতে পার্ক নির্মাণে মামলা

স্থিতিবস্থা থাকা জমিতে পার্ক নির্মাণে মামলা
মহাসড়কের পাশে পার্ক নির্মাণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্থিতিবস্থা থাকা জমিতে আদালতের আদেশ উপেক্ষা করে শিশু পার্ক নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনের বিরুদ্ধে ভায়লেশন মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারি জজ আদালতে মামলাটি দায়ের করেন নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনোয়ার হোসেন হাওলাদার। আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য ধার্য্য করেছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি মো: জালাল ও বাদী পক্ষের আইনজীদাবি আজাদ রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন নগরীর ২২নং ওয়ার্ডের মধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশু পার্ক নির্মানের কাজ করছে বরিশাল সিটি করপোরেশন। কাজিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদারের জমিতে ২০১৯ সালে স্থিতিবস্থা থাকা সত্বেও পার্ক নির্মানের জন্য সিটি করপোরেশন মনোয়ারের মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুরিয়ে দেয়। সেখানেই পার্ক নির্মাণ কাজ শুরু করা হয়। বিবাদীদের আদালতের স্থিতিবস্থার কথা জানালেও তারা তা তোয়াক্কা করেনি বলে মামলায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ঢাকা বরিশাল মহাসড়কের পাশে থ্রি হুইলার চলাচলের জন্য নির্মিত সড়ক ও জনপথের সড়কে সিটি করপোরেশন কোনো অনুমতি ব্যতিরেকে শিশু পার্ক নির্মাণ করছে। মহাসড়কের পাশে ঝুকিপূর্ণ ভাবে শিশু পার্ক নির্মাণ করা নিয়ে ইতিমধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সড়ক দখল করে পার্ক নির্মাণের কাজ চললেও তা জানেনা সড়ক ও জনপথ বিভাগ।


কেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন