ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

বাসার সামনে থেকে দুই বান্ধবীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু

বাসার সামনে থেকে দুই বান্ধবীকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসার সামনে থেকে ডেকে নিয়ে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে সজল ও রাকিব নামে দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বন্দর ও সদরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী থানার খোপড়া গ্রামের খুবির মজুমদারের ছেলে সজল ও নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকার ২নং গলির আবুল কালামের ছেলে রাকিব।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, সোমবার বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লার এলাকার বাসার সামনে থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী বান্ধবীকে গ্রেফতারকৃত দুই যুবক ঘোরাফেরার কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। এরপর মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত তাদের পৃথক স্থানে নিয়ে ধর্ষণ করে।

ঐ ঘটনার পরদিন দুই ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করে। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেফতার করে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন